কালিয়াকৈর ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলার আশেক নগর পার্কে সোমবার বিকাল ৩:৩০টায় অনুষ্ঠান শুরু হয়, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজবি আহমেদ দুলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো : আব্দুল জলিল উদ্দিন , বি এন পি নেতা খন্দকার পাভেল আহমেদ, প্রফেসার চন্দ্র মোহন সরকার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান , পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন আহ্বায়ক সদস্য সোহেল রানা, আবুল কাশেম সরকার, মুস্তাফিজুর রহমান শিপলু,পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।