কালিয়াকৈর চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাস ওঅটোরিস্কার সাথে মুখামুখি সংঘর্ষ নিহত-১
শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুর কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড বাটা শোরুমের সামনে বাংলাদেশ ট্রাভেলস বাসটির সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।
আজ ২নভেম্বর শনিবার আনুমানিক দুপুর ২:৩০ টায় গাজীপুর লেনে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাটা শোরুম এর সামনে বাস ও অটো রিক্সার সাথে মুখামুখি সংঘর্ষ হয়। অটো চালক ঘটনাস্থলে নিহত হন যাত্রী ২জন আহত হন। আহত অবস্থায় তাদের সফিপুর মডার্ন হসপিটালে প্রেরণ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়,গাজীপুর লেনে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বাসটি নিয়মিত গাজীপুর রুটে চলাচল করতো কোনাবাড়ী যাওয়ার পথে বাংলাদেশ ট্রাভেলস গাড়িটি রেজিঃঢাকা মেট্রো ব-(১৫৭৯২০)বাসটির সাথে অটো রিস্কার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে অটো রিক্সা চালক মোঃ শরিফ মিয়া (৪৪)নিহত হন,পিতাঃজনি মুন্সী। নিহাতের গ্রামের বাড়ি আলাপসিন মৈশাদিয়া। থানা,মুক্তাগাছা। জেলা ময়মনসিংহ। দুজন যাত্রী আহত হন আহত অবস্থায় তাদের খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালে প্রেরণ করা হয়।আহত যাত্রীর পরিচয় অজ্ঞাত।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা স্থলে নাওজোড় হাইওয়ের থানা পুলিশ মোঃ আহসান হাবিব সরকার ঘটনাটি সত্যায়িত করেন।
তিনি আরো জানান, নিহত শরিফ মিয়া(৪৪) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।অটো রিস্কায় থাকা যাত্রী ২জন আহত হয় আহতদের পরিচয় অজ্ঞাত.নিহত মোঃ শরীফ মিয়া (৪৪)তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেলে মর্গে প্রেরণ করা হবে.