আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে আগত ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিল মহেশপুর উপজেলা সমিতি।
শনিবার (২ নভেম্বর) শহীদ হবিবুর রহমান সংলগ্ন মাঠে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করেন তারা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি (বিভাগীয় প্রধান) গণিত বিভাগ নিউ গভঃ ডিগ্রি অধ্যাপক আব্দুর রশিদ কলেজ রাজশাহী, মেটলাইফ ইউনিট ম্যানেজার চঞ্চল এজেন্সি।মো.মোস্তাফিজুর রহমান।
২০২২-২৩ এবং ২০২৩-২৪ সেশনের মহেশপুর থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ফাইল এবং টি-শার্ট দিয়ে বরণ করে নেওয়া হয় সমিতির পক্ষ থেকে।
সমিতির কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদের সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক হাসিব হাসান সমাপনী বক্তব্য দেন। এছাড়াও নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। সমিতির অন্যান্য সদস্যরাও বক্তব্য দেন।
এসময় বিশবালিশ খেলা, দুপুরের ভোজসহ সকল শিক্ষার্থীর মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।