ভাঙ্গায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের ভাঙ্গায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ওয়াজকুরুনিয় মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটনায় ঘটেছে। অগ্নিকান্ডে মুদি দোকান,ও পোল্ট্রি ফার্ম মুরগি বাচ্চা সহ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাত ৮ টার দিকে আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের এঘটনায় ঘটে।এতে ওয়াজ কুরুনিয় প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় জানায়,এশার নামাজের পর হঠাৎ পুরো এলাকার আগুনের লাল হয়ে যায়। গ্রামবাসী আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন আমরা গ্রামবাসী আগুন নিভাতে চেষ্টা করে ও ব্যর্থ হই। এরপর ভাঙ্গা ফায়ার সার্ভিসের লোক এসে চেষ্টা করে ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।ওয়াজ কুরুনীয় দোকান ঘর ও পোল্ট্রি ফার্ম মুরগি মালামাল পুড়ে ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোঃ আবু জাফর জানান, সংবাদ পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে রওনা হই কিন্তু প্রত্যন্ত এলাকার হওয়ায় ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়। ততক্ষণে টিনের ঘর পোল্ট্রি খামার পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৪/৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হয়েছে।