তানোরে জাকির হোসেন স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ তানোরের কামারগাঁ ইউনিয়নের ২নং মাদারীপুর ওয়ার্ডে ভবানীপুর জাকির হোসেন স্মৃতি একাডেমীর উদ্যোগে নাইট পা-গলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর বাদ এশা ২ নং মাদারীপুর ওয়ার্ড যুবদলের আয়োজনে খেলায় ৮ টি দল অংশগ্রহন করেন।
ভবানীপুর জাকির হোসেন স্মৃতি একাডেমীর উদ্যোগে নাইট পা-গলি ফুটবল টুর্নামেন্টে ৬ নং কামারগাঁ ইউনিয়ন বিএনপি’র ২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ ওবাইদুর রহমান এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড যুবদল সভাপতি ওহিদুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে উৎসব মুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান (মিজান) সাবেক মেয়র তানোর পৌরসভা ও সদস্য রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম ,উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ করিম, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান, সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাস্টার ইউনিয়ন যুবদলের আহবায়ক সেন্টু বিশ্বাস, সদস্য সচিব সেলিম মাহবুব সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এর আগে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নিজ এলাকার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন ও পূজার খোঁজখবর নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ করিম ।