ছাত্রলীগ নিষিদ্ধে রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া এই শোডাউনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।
ট্রাকের উপর একটি লাল রং গরু নিয়ে শোডাউন শুরু করেন তারা । এসময় ট্রাকের পিছনে থাকা কয়েকজন শ্লোগান দেন। আলু পট্টি থেকে শুরু হয়ে শোডাউন ও মিছিল শেষ হয় নগরীর মোড়ে। রাতে
শিশু একাডেমি মাঠে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সেখানে অনুষ্ঠিত হয় গনভোজ।
আয়োজকরা জানান, সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের নিকট থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। গরুটি ফেরত দেয়া হবে। গণভোজের জন্য বাজার থেকে মাংস কেনা হয়েছে।