আলিফ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোরে ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তিন দিনব্যাপী বিনামুল্য চিকিৎসা ক্যাম্প, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ আয়োজন করা হয়েছে।
জানা গেছে,২৭ অক্টোবর রোববার ডাঃ মিজানুর রহমানের উদ্যোগে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে তিন দিনব্যাপী আয়োজিত বিনামুল্য চিকিৎসা ক্যাম্প,রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক আজিজ, গাইনি বিশেষজ্ঞ ডাঃ জিনিয়া সামস,মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনারুল ইসলাম,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াতুল্লা,শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আতিকুর রহমান ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ আরজুমান আরা এলসিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা (এসএএও) আব্দুল হান্নান সরকার ও সহকারী শিক্ষক আব্দুল বারীপ্রমুখ। এদিন প্রায় দুশতাধিক মানুষকে চিকিৎসা প্রদান ও তাদের ওষুধ দেয়া।
এবিষয়ে ডাঃ মিজানুর রহমান বলেন, ‘আমরা রোগিদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতেই মূলত ক্যাম্পের আয়োজন করেছি। বিগত কয়েক বছর যাবত আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা, রক্ত পরীক্ষা ও ওষুধ বিতরণ করলাম। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে।’আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার জন্যে তারা অনুরোধ করছেন।