কালিয়াকৈর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল নির্বাচনী পরীক্ষা আজ শুর
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
আজ রবিবার ২০ অক্টোবর২০২৪। গাজীপুর কালিয়াকৈর উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলে নির্বাচনী পরীক্ষা আজ থেকে শুরু।
আজ সকাল থেকেই পরীক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করছে সকল শিক্ষার্থী। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস আমাদের জানান যে নির্বাচনী পরীক্ষা সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।সকল পরীক্ষার হলে নকল মুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা চলতেছে।তিনি এ প্রতিবেদক কে আরো জানান প্রতিটা কক্ষে কঠোর নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা চলছে স্কুলে। সকল শিক্ষক শিক্ষিকা প্রতিপক্ষে মনিটরিং করছে।
স্কুলের প্রতিটা কক্ষে আমরা ঘুরে দেখলাম খুব সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম চলছে। পরীক্ষা মনিটারিং হিসেবে দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকার মধ্যে রয়েছে মোঃ নজরুল ইসলাম। মোঃআমজাদ হোসেন। আক্তার হোসেন।মোঃকবির হোসেন।মিস লাকি বেগম।শফিউল্লাহ শেখ।মিস সখিনা বেগম।সাহিদা বেগম।মিস ফাহিমা বেগম।
সকল শিক্ষক-শিক্ষিকা প্রতিটা শ্রেণীকক্ষে মনিটরিং হিসেবে দায়িত্ব পালন করছে। একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় পরীক্ষা শ্রেষ্ঠ হচ্ছে।