কালিয়াকৈর বাড়ইপাড়া হিজলহাটিতে ১ যুবকের আত্মহত্যা
শাকিল হোসেন কালিয়াকৈর, গাজীপুরঃ গত বৃহস্পতিবার ১৭ অক্টোবর কালিয়াকৈর বাড়ইপাড়া হিজলহাটি গ্রামে এক যুবকের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হিজলহাটি গ্রামের জালাল উদ্দিনের ৬ষ্ট তলা বাড়ির ৪র্থ তলার সিড়ির বাম সাইটের ভাড়াটিয়া ছিলেন রেজাউল করিম। নিহত রেজাউল করিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২)ও তাহাদের একমাত্র ছেলে তাসিনকে নিয়ে কালিয়াকৈর হিজলহাটিগ্রামে মোঃজালালের ফ্ল্যাটে বাসা ভাড়া ছিল। নিহত রেজাউল করিম (৩৬) নিকটস্থ ওয়ালটন হাইটেক ফ্যাক্টরিতে এয়ার কন্ডিশনার প্রজেক্টর আর এন আই কুলিং ইনসার্চ হিসেবে চাকরি করতেন।
ঘটনা স্থলে উপস্থিত ছিলেন কালিয়াকৈর ইনসার্জ মোঃ জাহিদ এ প্রতিবেদক কে জানান। নিহত যুবকের নাম মোঃরেজাউল করিম (৩৬)গ্রামঃপুর্বাসিল্কা থানাঃকালিহাতি জেলাঃটাংগাইল। তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন, এ বিষয়ে কোনো বাদি না থাকায় থানায় অপমৃত্যু ডায়েরি হয়েছে।
ঘটনা স্থলে নিহতের বাবা মোহাম্মদ বাসেদ মিয়া আমাদের আরো জানান যে আমার ছেলে মোঃ রেজাউল করিম তিনি অফিস ছুটিতে স্ত্রী তাসলিমা (৩২)ও তাদের ছেলে তাহসিনকে নিয়ে অফিস ছুটিতে বাড়িতে যায়। তারপর রেজাউল করিম স্ত্রী ও সন্তানকে তাহার শ্বশুর বাড়ি রাখে। তিনি তার কর্মস্থলে আবার চলে আসে তার কয়েক দিন পর শুনি গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটে তার বাবা জানান।