1. admin@dainiksangbadpatradigital.com : admin : HM Faruk
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
পরীক্ষামূলক সম্প্রচারঃ তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত।  বিশেষ সতর্কীকরণ - "দৈনিক সংবাদপত্র ডিজিটাল " পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ★★দৈনিক সংবাদপত্র ডিজিটাল অনলাইন পত্রিকায় তরুণ ও প্রযুক্তিগত জ্ঞানী আগ্রহী সংবাদকর্মী নিয়োগ চলছে...★ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সম্মান /স্নাতক পাস। এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বেতন / ভাতা আলোচনা সাপেক্ষ্য। ★★ সিভি ইমেইল করতে টার্চ করুন
শিরোনামঃ
কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে, শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে মানত শোধ করলেন – বাহাদুর পরিবার। তানোরে ভেঁকু দালালদের দৌরাত্ম্য জনজীবন অতিষ্ঠ   রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠিত আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করে গেছে-হাসান মাহমুদ টুকু ভাঙ্গায় অজ্ঞাত মামলা ডাকাতি মূল রহস্য উদঘাটন সহ ৭ ডাকাত আটক ৪টি পিকআপ উদ্ধার কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ জন নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় অনুষ্ঠিত !

টপ প্রতিটি পাতা বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ ৯বার পঠিত

 

রাবি প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রাবি প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এসময় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘জুলাই বিপ্লবোত্তর গণমাধ্যমের সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল। সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. আমজাদ হোসেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, শেরে-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলামসহ রাবি প্রেসক্লাবের সাবেক সদস্যবৃন্দ।

সেমিনারে প্রধান আলোচক আকবর হোসেন বলেন, ‘গণমাধ্যমের সংস্কারে সাংবাদিকদের মানসিকতার পরিবর্তন জরুরি। স্বাধীনভাবে কথা বলা ও লেখার অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মেয়েদের বড় ভূমিকা ছিল। ৫ আগস্টের পরে বাকস্বাধীনতা ফিরে পেয়ে একে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলা হচ্ছে।

ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্য করে এই প্রেস মিনিস্টার বলেন, “কম বেতনের কারণে অনেক তরুণ সাংবাদিকতা ছেড়ে দেয়। গণমাধ্যম চালাতে হলে সবাইকে বেতন দিতে হবে। সাংবাদিকতায় নিজেকে পথ তৈরি করতে হয় এবং চাপ মোকাবিলা করতে হয়।

আলোচনা শেষে ৫টি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এতে মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হন বাংলাভিশন’র সৈয়দ সাকিব, অনুসন্ধানী ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের মারুফ হোসেন মিশন, স্পেশাল নিউজ ক্যাটাগরিতে দৈনিক বণিক বার্তা’র আবু ছালেহ শোয়েব, ডেইলি ইভেন্ট ক্যাটাগরিতে দৈনিক যায়যায়দিন’র ফজলে রাব্বি পরশ এবং উদীয়মান ক্যাটাগরিতে দৈনিক আমাদের বার্তা’র ফাহমিদুর রহমান ফাহিম।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশেষ করে জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ক্যাম্পাস সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরে আমাদের সচেতন করে তুলেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।”

এদিকে বিকাল ৪টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় সাবেক ও বর্তমান সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ স্লোগানে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জাতীয় দিবস পালন, ক্যারিয়ার কর্মশালা ও চিত্তবিনোদনের আয়োজন করে আসছে সংগঠনটি।

Facebook Comments Box

আইন বিষয়ে সহায়তাঃ ০১৭০৩-৮৭১৭৫৭

এই ক্যাটাগরির আরও খবর

অগ্রীম ভর্তি চলছে…..

ফেসবুকে আমাদের পড়ুন ও শেয়ার করুন

error: Content is protected !!