ভাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ গ্রেফতার
দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
৩৯
৯বার পঠিত
ভাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ গ্রেফতার
মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাংগা উপজেলা হামিরদি ইউনিয়নের পুখুরিয়া বাস স্ট্যান্ড থেকে থ্রি হুইলার, সিএনজির অটো ভ্যান অটোরিকশা চালকদের প্রতিদিনই চালকদের গুনতে হত নুন্যতম ৪০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত চাঁদা। এমনই একটি আভিযোগ পাওয়া গেলে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ২জন চাঁদা আদায় কারী কে তাদের কে গ্রেফতার করে যৌথ সেনাবাহিনী।১২ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে পুখুরিয়া বাসস্ট্যান্ডে থেকে যৌথ বাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ২ জন চাঁদা আদায়কারীকে গ্রেফতার করে ভাঙ্গা থানার পুলিশের হাতে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন,হামিরদী ইউনিয়নের গ্রামের কুটি বেপারী ছেলে আরিফ (৩৬) নামক ওই এলাকার বিল্লাল হোসেন ছেলে মনোয়ার (৩০) এরা সিএনজি, অটো ভ্যান থেকে চাঁদা তুলার সময় গ্রেফতার হয়।
ভাঙ্গা থানার এস আই( নিঃ)মোঃ হায়দার হোসেন বলেন, দীর্ঘদিন যাবত গোপনে পুখুরিয়া বাস স্ট্যান্ড থেকে অটো ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদ ভিত্তিতে যৌথ কতৃক বাহিনী অভিযান চালিয়ে ২জন চাঁদা আদায় কারী কে আটক করে থানায় সোপর্দ করেন।