নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর ঐতিহ্যবাহী কাচারি মাঠে খেলাধুলাও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উদযাপন করায় এলাকায় আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৩ সালে স্বৈরাচারী সরকারের আমলের মিথ্যা মামলায় মুক্তি পাওয়া কামারগাঁ ইউনিয়ন ৬ নাম্বার ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাধারণ কর্মী সাইদুর রহমান, একরামুল হক গামু, মোশারফ শেখ মসু, সাইনুল ইসলাম ফেন্সি সহ অনেকে কারা বরণ করেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কামারগাঁও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সৈরাচারী সরকারের আমলের মিথ্যা মামলায় কারাবন্দি সকলকে নিঃস্বার্থ মুক্তি , জামিন প্রাপ্তদের সম্মাননা ও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।