আনসার আলী তালুকদার, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত সাঁকোয়া গ্রামের মাঠে “আরাফাত রহমান কোকো নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ইং” অনুষ্ঠিত হয়েছে।
এ নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। তবে মাঠে খেলার মাধ্যমে বিজয়ী দল নিশ্চিত না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে এ খেলায় ফলাফল নির্ধারণ করা হয়।
এ নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয় গত ২৮ নভেম্বর এবং বুধবার (১১ ডিসেম্বর) রাতে সাঁকোয়া গ্রামের মাঠে “আরাফাত রহমান কোকো নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ইং” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সাঁকোয়া শাপলা ক্রিড়া সংঘ কর্তৃক আয়োজিত এ নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেশরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির মাহাবুব আলমের সভাপতিত্বে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে “এফসি রাজু টেলিকম ফুটবল দল” এবং “রাজশাহী মামা-ভাগ্নে ফুটবল দল”।
ফাইনাল খেলায় ০/২ গোলের ব্যবধানে “রাজশাহী মামা-ভাগ্নে ফুটবল দল” চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় “এফসি রাজু টেলিকম ফুটবল দল”। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের মুন্না।
এ খেলায় ওমর ফারুকের রেফারিতে লাইন্স ম্যানের দায়িত্ব পালন করেন রিয়াজুল ইসলাম এবং আলমগীর হোসেন।
সাঁকোয়া গ্রামের মাঠে “আরাফাত রহমান কোকো স্মৃতি পা-গোলি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৪ইং” এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্ছু রহমান, যুগ্ন আহবায়ক জাকিরুল ইসলাম বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম।
সাঁকোয়া মাঠের এ নাইট পা-গোলি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রতিটি দলের প্রত্যেকটি খেলোয়াড়কে মেডেল পরানো হয় এবং খেলায় উপহার হিসেবে দুই দলের অধিনায়কের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, কেশরহাট পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কুদ্দুস, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজিম উদ্দীন সাফা, মাসুদ রানা, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুবাইর হোসেন মিলন, পৌর ছাত্রনেতা সাফিকুল ইসলাম সহ প্রমুখ।