রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকায় (১০)ডিসেম্বর মঙ্গলবার পুলিশে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ভাঙ্গা উপজেলা বিভিন্ন এলাকার থেকে গ্রেফেতারী পরোয়ানা ও পলাতক থাকার সিআর ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সহ ৩ জন কে আটক করেছে ভাঙ্গা থানার পুলিশ।
আটককৃতদের বুধবার সকালে ফরিদপুর আদালতে আসামিদের প্রেরন করা হয়েছে।
আটকৃতরা হলেন, নুরপুর গ্রামে আরশাদ আলী মাতুব্বর ছেলে,মোঃ জাকারয়িা মাতুব্বর (৪৮)ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত আইয়ুব মিয়া ছেলে
মোঃ বেলায়েত হোসেন মিয়া(৪২),নামক ও জান্দী গ্রামের মৃত মোতালবে খান ছেলে মোঃ আসলাম খান(৪২)সন্দন্ধি সহ থাকা আটক করেছে পুলিশ।
-ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানায়,সিআর ওয়ারেন্ট ভুক্ত সন্দন্ধি মামলা সহ এদের কে রাতভর পুলিশ বিভিন্ন ইউনিয়নে থেকে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামী সহ অপরাধীদের আটক করা হয়েছে।এবং আটককৃতদের বুধবার সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।