ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে ৬৬ লাখ টাকার হিরোইনসহ নিলুফার ইয়াসমিন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকালে র্যাব-১২’র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এলাকায় অভিযান চালিয়ে ৬শ ৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা নিলুফা ইয়াসমিনকে আটক করা হয়। এসময় নিলুফার ইয়াসমিন এর কাছে থেকে আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকার হেরোইন উদ্ধার করার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক নারী নিলুফা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।