হিন্দু সম্প্রদায় ব্যবসা-বাণিজ্য ধর্ম কর্ম পালনের জামায়াত সহযোগিতা করবে
শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)
ফরিদপুরের সালথায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ৯ অক্টোবর ২০২৪ ইং,বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে সন্ধ্যা ৬ টায়, উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এসময় তার বক্তব্যে বলেন, ৫ই আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের বাড়ি, দোকানপাঠ, ব্যবসা-বাণিজ্য রক্ষায় জামায়েত ইসলাম যেভাবে নিরাপত্তা দিয়েছেন, এই শারদীয় দুর্গাপূজায়ো আমরা সেই ভাবে আপনাদের নিরাপত্তা দিতে কাজ করব।
হিন্দু সম্প্রদায় ব্যবসা-বাণিজ্য ধর্ম কর্ম পালনের আপনাদের সহযোগিতা করব।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু বলতে কোন কথা নেই।
আমরা সবাই বাংলাদেশের নাগরিক এখানে সংখ্যালঘ বলতে কোন কথা থাকবে না। আগামী সংসদ নির্বাচন ফেয়ার হলো আপনারা আমাদের পাশে থাকবেন বলে আশা করছি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মুকুল হোসাইন, বল্লভদি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান,আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা কমিটির সদস্য লিয়াকত হোসাইন এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু পুল্লাদ শীল প্রমূখ্য।