রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে সায়েন্স শো ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলে এ কর্মশালা পরিচালনা করা হয়।
সংগঠনটির “সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যওয়ারনেস” বিষয়ক ৯ সদস্যের একটি টিম এ কর্মশালায় ১০টির বেশি শিক্ষামূলক ও বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট উপস্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি করে।
এছাড়াও স্কুলটিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইংলিশ স্পিকিং ও ডিবেটিং প্রতিযোগিতা এবং এক্সপেরিমেন্ট শেষে ইন্সট্যান্ট কুইজের আয়োজন করা হয়।
রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সায়েন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।এসময় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময় শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মাঝে কৌতুহল জাগাতে নিয়মিতভাবে রাজশাহীর বিভিন্ন স্কুল এবং কলেজে এ ধরনের আয়োজন করে থাকে।