আশরাফুল ইসলাম, তানোর প্রতিনিধি :-রাজশাহী তানোর আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তানোর উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচার অভিযান উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি পাচন্দর ইউনিয়নের প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন তানোরে এপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা।
তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পাচন্দর ইউনিয়নের (৪, ৫, ৬ ) মহিলা ইউপি সদস্য বেবি আরা খাতুন বিশেষ অতিথি সরকারি আব্দুর রাজ্জাক মলিন কুমার পাল জিন্নাতুন খাতুন মোজাফফর রহমান ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য শিশু ফোরাম যুব ফোরামের সদস্য বৃন্দ
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবারের মধ্যে সচেতনতা তৈরি, শিক্ষা বিস্তার এবং আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে নারী নির্যাতন দূর করা সম্ভব।
উল্লেখ্য, ১৬ দিনব্যাপী এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। অভিযানের অংশ হিসেবে স্থানীয় বিদ্যালয় গুলোতে সচেতনতা মূলক সেমিনার, র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আলোচনা সভার শেষে নারী নির্যাতন প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।