সিরাজগঞ্জ জেলা স্কাউটস নির্বাহী সভা অনুষ্ঠিত
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার ৬১ তম, নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার আয়োজনে ৬১ তম নির্বাহী কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি
গনপতিরায় এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সহ-সভাপতি আবু তাহের মিয়া (এল টি), কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক ( পাবনা-সিরাজগঞ্জ) আবু সাঈদ ( এ এলটি) , সহকারী কমিশনার সংগঠন ও বিধি খালেকুজ্জামান খান (এল টি) সহকারী কমিশনার মো.লোকমান হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মো. সাজেদুল ইসলাম, সম্পাদক মো. রফিকুল ইসলামসহ নির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিগত ৬০ তম, সভায় কার্যবিবরণী পাঠ নিশ্চিতকরণ, জেলা স্কাউটসের ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহত হয়।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, জেলা স্কাউটস এর সম্পাদক সরকার ছানোয়ার হোসেন।