লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে অবস্থিত স্বনামধন্য একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই বছর মেয়াদী ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ আলী হাসান তুষারকে সভাপতি ও মোঃ আব্দুল আহাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন স্বনামধন্য ব্যক্তিত্ব মাহমুদ ফরিদ ও আরিফুল ইসলাম রতন প্রমূখ।
শনিবার (২৩ নভেম্বর) রাতে নব-গঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে স্থান পেয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শামীম, অর্থ সম্পাদক মোঃ বিপ্লব, দপ্তর সম্পাদক মোঃ আরিফ, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ আলিফ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হেনা জুয়েল, প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ সিজান।
এছাড়াও কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে, মো ফয়সাল, মো বিশাল, মো. জুয়েল হোসেন, মো. ডালিম আহমেদ, মো. মামুন, ও মো. আল-আমিনকে।