তানোরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আয়েশ উদ্দিন সম্পাদক মতিউল ইসলাম
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাচনে আয়েশ উদ্দিন স্বপন সভাপতি ও মতিউল ইসলাম শিশির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর শনিবার মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শামসুল ইসলাম ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আহবানে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এডহক কমিটির নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও গোপন ব্যালটের মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কুন্দাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশ উদ্দিন আহম্মেদ স্বপন ও প্রকাশনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী অর্জন করেন স্বপন। সাধারণ সম্পাদক পদে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন নারায়নপুর দ্বিতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম। বিজয়ী হন শিশির।
বিজয়ীরা জানান, আগামীতে উপজেলা প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নেের লক্ষে URC সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক দের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
অতিথিরা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্বৈরাচার সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। দেশে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ বিনির্মানে সকল ক্ষেত্রে সংস্কার শুরু করেছেন। তারই অংশ হিসেবে নির্বাচিত সভাপতি, সম্পাদক প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে নতুন রুপে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। এসময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।