1. admin@dainiksangbadpatradigital.com : admin : HM Faruk
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
পরীক্ষামূলক সম্প্রচারঃ তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত।  বিশেষ সতর্কীকরণ - "দৈনিক সংবাদপত্র ডিজিটাল " পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ★★দৈনিক সংবাদপত্র ডিজিটাল অনলাইন পত্রিকায় তরুণ ও প্রযুক্তিগত জ্ঞানী আগ্রহী সংবাদকর্মী নিয়োগ চলছে...★ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সম্মান /স্নাতক পাস। এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বেতন / ভাতা আলোচনা সাপেক্ষ্য। ★★ সিভি ইমেইল করতে টার্চ করুন

টপ প্রতিটি পাতা বিজ্ঞাপন

ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী

দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১ ৯বার পঠিত

ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী

রাবি প্রতিনিধি:
সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। আগামী ১৯ নভেম্বর দিল্লি সাহিত্য অকাদেমির অডিটোরিয়ামে তাঁকে এই ফেলোশিপ দেওয়া হবে। এই ফেলোশিপ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্য থেকে প্রতি বছর একজন বিশিষ্টজনকে প্রদান করা হয়।

আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সামাদী নিজেই। আগামীকাল তিনি ভারতে যাবেন।

ভারতের সাহিত্য অকাদেমির সেক্রেটারি ড. কে. শ্রীনিবাসরাও স্বাক্ষরিত এক অফার লেটার থেকে জানা যায়, গত ২৬ জুলাই অধ্যাপক সফিকুন্নবীকে এই ফেলোশিপের জন্য অফার লেটার পাঠায় সাহিত্য অকাদেমি। এই ফেলোশিপের মেয়াদ ১৫ দিন। আগামীকাল তাঁকে ভারতে যেতে হবে। যাতাওয়াত ও খাওয়া-দাওয়ার খরচ সাহিত্য অকাদেমি বহন করবে। এছাড়া অধ্যাপক সামাদীকে মোট ১৫ হাজার টাকা প্রদান করা হবে। তাঁকে ভারতে ১৫ দিন অবস্থান করতে হবে। দিল্লি, কলকাতা ও মুম্বাই এই তিনটা শহরে তিনটা বক্তৃতা করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, এই ফেলাশিপের জন্য সাহিত্য অকাদেমি আমাকে অফার লেটার পাঠায় এবং আমি তা গ্রহণ করি। আমি যে গবেষণাগুলো করেছি তার উপরেই তারা আমাকে এই ফেলোশিপ দিবেন। মূলত আমার গবেষণা ও অনুবাদে অবদান রাখায় তারা আমাকে বেছে নিয়েছেন।

‘এটা অবশ্যই একটি সম্মাননার ব্যাপার। পুরস্কার পেলে অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। তবে পুরস্কার পাওয়ার সাথে সাথে অনেক দায়িত্বও বেড়ে যায়। আমাকে যে কাজের জন্য পুরস্কারটা দেওয়া হয়েছে তার প্রতি আরো এক বড় দায়িত্ব বেড়ে গেছে। যতদিন সামর্থ্য থাকে ততদিন কাজ করে যেতে হবে।’ অধ্যাপক সামাদী যোগ করেন।

তিনি আরো বলেন, আমার পিএইচডি-তে মুন্সী প্রেমচাঁদ ও শরৎচন্দ্রের কম্পারেটিভ স্ট্যাডি করেছি। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও নজরুলের গান নিয়ে কাজ করেছি। উর্দু ও হিন্দি থেকে প্রায় ২০টি বই অনুবাদ করেছি।

Facebook Comments Box

আইন বিষয়ে সহায়তাঃ ০১৭০৩-৮৭১৭৫৭

এই ক্যাটাগরির আরও খবর

অগ্রীম ভর্তি চলছে…..

ফেসবুকে আমাদের পড়ুন ও শেয়ার করুন

error: Content is protected !!