শেরপুরের নালিতাবাড়ীশ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামে বাড়িতে বেড়া দেয়া নিয় ঝগরার এক পর্যায়ে মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫)কে গতকাল বিকেলে তার শ্যালক ইউনুছ আলী লোহার রড দিয়ে আঘাত করে। এতে গুরুতরভাবে আহত হয় মজিবর। আশঙ্কা জনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
মজিবর রহমান উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখ এর ছেলে। সে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতেই স্থায়ীভাবে বসবাস করে আসছিলো।
পুলিশ ঘটনায় জড়িত শ্যালক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।