1. admin@dainiksangbadpatradigital.com : admin : HM Faruk
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
পরীক্ষামূলক সম্প্রচারঃ তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত।  বিশেষ সতর্কীকরণ - "দৈনিক সংবাদপত্র ডিজিটাল " পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ★★দৈনিক সংবাদপত্র ডিজিটাল অনলাইন পত্রিকায় তরুণ ও প্রযুক্তিগত জ্ঞানী আগ্রহী সংবাদকর্মী নিয়োগ চলছে...★ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সম্মান /স্নাতক পাস। এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বেতন / ভাতা আলোচনা সাপেক্ষ্য। ★★ সিভি ইমেইল করতে টার্চ করুন
শিরোনামঃ
ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ১০ জন আহত বাড়ি ঘর ভাঙচুর ও ৩ কোটি টাকা মালামাল লুটপাটে অভিযোগ কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে, শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে মানত শোধ করলেন – বাহাদুর পরিবার। তানোরে ভেঁকু দালালদের দৌরাত্ম্য জনজীবন অতিষ্ঠ   রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠিত আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করে গেছে-হাসান মাহমুদ টুকু ভাঙ্গায় অজ্ঞাত মামলা ডাকাতি মূল রহস্য উদঘাটন সহ ৭ ডাকাত আটক ৪টি পিকআপ উদ্ধার কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ জন

টপ প্রতিটি পাতা বিজ্ঞাপন

রাবিতে বহিষ্কৃত চিকিৎসক ড. রাজুকে পূনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮ ৯বার পঠিত

রাবিতে বহিষ্কৃত চিকিৎসক ড. রাজুকে পূনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

 

 

আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:
যৌন হয়রানির দায়ে বহিষ্কৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক ড. রাজু আহমেদের পূনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধনে এই প্রতিবাদ জানান তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এর আগে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্যারিস রোড থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ঘুরে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্যাসিবাদের দোসর ক্যাম্পাসে কেন?’, ‘রাজুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘লুইচ্চা রাজুর দুই গালে জুতা মারও তালে তালে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ক্যাম্পাসে যৌন হয়রানি কেন?’ প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সরোয়ার হোসেন বলেন, যৌন নিপীড়নের দায়ে ৫৩১তম সিন্ডিকেট সভায় বহিষ্কৃত ড. রাজুকে ক্যাম্পাসে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। নতুন প্রশাসন তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বরাদ্দ দেয়ায় তিনি আবার ক্যাম্পাসে প্রবেশাধিকার পেয়েছেন। একইসঙ্গে হাইকোর্টে রিট করে পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন। চিহ্নিত ফ্যাসিস্ট ও যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রাজুকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা সন্দিহান ও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাকী এনাম বলেন, ডা. রাজু আহমেদ আমাদের বিভাগের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানি করেছে। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু আমরা জেনেছি কিছু কুচক্রী মহল তাকে পূণর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। সেই প্রেক্ষিতে আজকে আমরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক)। পরে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডা. রাজুকে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

আইন বিষয়ে সহায়তাঃ ০১৭০৩-৮৭১৭৫৭

এই ক্যাটাগরির আরও খবর

অগ্রীম ভর্তি চলছে…..

ফেসবুকে আমাদের পড়ুন ও শেয়ার করুন

error: Content is protected !!