আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে গণজমায়েত
মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রোবাবার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, মেসকাত হোসেন মিশু, মেহেদী হাসান মুন্না, মাসুদ রানা, সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার সমন্বয়ক আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ।
এসময় অংশগ্রহণকারী বক্তারা বক্তব্যে বলেন, আওয়ামী লীগসহ ছাত্র লীগ, যুবলীগ এরা সারা দেশে রাজপথে নামার ঘোষণা দিয়েছিলো। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা সব সময় প্রস্তুত রয়েছি তাদের রুখে দেবার জন্য। এসময় শিক্ষার্থীরা পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচার দাবি করেন।