ধামইরহাটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল আহবায়ক তহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবু রাইহান। ৫ নভেম্বর দুপুর ১ টায় উপজেলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম বলেন,‘ আমাকে এবং আমাদের দলীয় লোকজনকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য প্রতিপক্ষ আওয়ামী এজেন্ট তোসাদ্দেক হোসেন রতন প্রতিহিংসার বশতঃ সাংবাদিকদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তার অসৎ উদ্দেশ্যে পুরুনের চেষ্টা করেছে, আমি কোন বালু কারবারির সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না বা নেই। প্রকৃতপক্ষে, তোসাদ্দেক হোসেন রতন আওয়ামীলীগ সরকার পতনের পরে ১১ আগস্ট আমার জমির গাছকাটা বিষয়ে দায়েরকৃত মামলার আসামী, সেই বিরোধের জেরে মিডিয়াকে ব্যবহার করে এমন কাজ আমার প্রতিপক্ষরা করতে পারে বলে আমার ধারনা। আমি দৈনিক সময়ের আবর্তন সহ অন্যান্য সকল পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা সাংবাদিকদের তুলে ধরার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে আলমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, আগ্রাদ্বিগুন ইউনিয়ন যুবদল সভাপতি বেলায়েত হোসেন রিকো, খেলনা ইউনিয়ন যুবদল সভাপতি মাহফুজ হোসেন, উমার ইউনিয়ন যুবদল সম্পাদক আব্দুল হাকিম, যুবদল নেতা আহসান হাবীব, পৌর যুবদল নেতা মো. শেহেজাদ জনি, থানা ছাত্রদলের আহবায়ক মামুন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। ৪ নভেম্বর সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে করনীয়, পরিকল্পনা গ্রহণসহ শিক্ষা ও স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ নিরোধসহ নানা বিষয়ে আলোকপাত করেন সদ্য যোগদানকৃত ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, অপরাধ বিচিত্রার প্রতিনিধি এম কে চৌধুরী জিন্নাহ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশীদ, রেজুয়ান আলম, শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, মুমিনুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন এবং সমাজ গঠনে প্রতিটি ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকায় তুলে ধরে সমাজের উন্নয়নে কাজ করার আহবান।