রাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের নিন্দা
রাবি প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বণিক বার্তা পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েবকে মারধরের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন রাবির তিন সাংবাদিক সংগঠন। মঙ্গলবার (১৯ নভেম্বর) লিখিত বিবৃতিতে এ নিন্দা জানান তারা। এছাড়া উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
শোয়েব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের একজন সদস্য।
গতকাল (১৮ নভেম্বর ) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়ায় মার্কেটিং বিভাগ ও আইন বিভাগ। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধর ও ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করার ঘটনা ঘটে। এরই প্রতিবাদে নিন্দা জানিয়েছেন তারা।
বিবৃতিতে তারা জানিয়েছেন, ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বস্তুনিষ্ঠতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক, বাক, ভাবপ্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। কিন্তু ক্যাম্পাসে শোয়েবের ওপর এই নিকৃষ্ট হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ ও এর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা চালানো হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর ও চরম উদ্বেগের।
এ ঘটনায় জড়িত মার্কেটিং বিভাগের ওই সকল শিক্ষার্থী ফ্যাসিবাদী আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এটা কোনো শিক্ষার্থীর আচরণ হতে পারে না বরং তা গুন্ডামির নামান্তর।
হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যারাই শোয়েবের ওপর ঘৃণ্যতম এই হামলায় জড়িত ছিল তাদের সকলকেই অতিদ্রুত চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অন্যান্য সাংবাদিক সংগঠন নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।