নকলা পাইসকা বাইপাসে সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২
তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর প্রতিনিধিঃশেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হন। এসময় আহত হয় আরও চারজন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এখনও নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com