ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১৬০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, সিরাজগঞ্জ মো. ফারুক হোসেনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মো. একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সলঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালবেলা ১২ টার সময় সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ রয়েল রুপালি হোটেলের মুন্নি সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করাকালীন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ডিবির অফিসার ও ফোর্স এর সহায়তায় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।