ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১২ এর অভিযানে অভিনব কায়দায় লুকায়িত ৩৩৪ গ্রাম হেরোইনসহ মোঃ মোরছালিন (২১) নামের এক যুবকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে র্যাব-১২ কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এর লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোহাম্মদ কামরুজ্জামান অধিনায়ক, র্যাব-১২, দিকনির্দেশনায় গত ১৬ ডিসেম্বর রাত ২.৩০ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ১ টি মোবাইল ফোন ও নগদ ৩৮০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ মোরছালিন (২১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেমপুর ইউনিয়নের বাজিতপুর (নতুনপাড়া) এলাকার মোঃ ফরজেন আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com