ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভেসে ওঠা আজগর আলী (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হলেন- সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিনের উল্টাডাব গ্রামের মৃত আকবর আলী মন্ডল এর ছেলে আজগর আলী (৬৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আজগর আলী বাড়ির পিছনে পুকুরে গতকাল বুধবার বিকাল ৩ টার দিকে গোসল করতে যায়। বাধ্যক জনিত কারণে তিনি লাঠি ব্যবহার করতেন। গোসল করার সময় অসতর্কতা বসত তার হাতের লাঠি পুকুরের পানিতে পড়ে ভেসে যায়। তিনি লাঠি উদ্ধারের চেষ্টা করলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। প্রতিবেশী ও পরিবারের লোকজন জানতে পারলে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া আজগর আলীকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। সর্ব শেষ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিখোঁজ হওয়া আজগর আলীর লাশ পুকুরে ভেসে উঠলে পরিবারে লোকজনসহ পুলিশ লাশ উদ্ধার করে।
তথ্যটি নিশ্চিত করে,শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শেখ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।