ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আব্দুল মমিন (৩৬)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ সদর থানার ডুমুর ইছা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
গত ০১ অক্টোবর সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ ফাতেমা খাতুনকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে গণধর্ষণ করে। এসময় দুর্বৃত্তরা ভিকটিমের কাছে থাকা ১টি টাচ মোবাইল ফোন এবং তার স্বর্ণের কানের দুল খুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই পরদিন বাদী হয়ে সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
মোহাম্মদ কামরুজ্জামান অধিনায়ক র্যাব-১২, দিকনির্দেশনায় ২৯ অক্টোবর রাত ১২.১৫ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় মাগুড়া জেলার সদর থানাধীন কচুন্দী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার সাথে থাকা ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com