ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
জয় বাংলা স্লোগান’ দিয়ে গণপিটুনির শিকারের পর গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানসহ ৫ জন আসামির ২ ও একজনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন এই আদেশ দেন।
গ্রেফতারকৃত অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. ইমরান হোসেন রুম্মান, আকরাম হোসেন হিরা, শুভ তালুকদার চানু , মো. জুয়েল রানা, জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলাসহ বিএনপির তিন নেতাকর্মীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট, নাসির উদ্দিন, আবু বকর সিদ্দিক বাবু, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী, তৌফিকুর রহমান জয়, এ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘ সময় শুনানি হয়। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. ইমরান রুম্মান, আকরাম হোসেন হিরা, শুভ তালুকদার চানু , ২ দিন, ও মো. জুয়েল রানার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট, নাসির উদ্দিন।