ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শিশু ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় বাদী জোসনা খাতুন এর মেয়ে মোছাঃ মদিনা খাতুন (৯), প্রতিবেশি সাইদুলের মেয়ে শাপলা (৭) এবং চান্দুর মেয়ে আলমিনা (৯) সহ সকলেই আসামি ময়নাল এর বাড়ীর পাশে খেলাধুলা করছিল। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনসহ তার বান্ধবীদেরকে জোলামানি খাওয়ার কথা বলে তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। এরপর আসামি শিশু ভিকটিম মদিনা খাতুনের বান্ধবী শাপলা ও আলমিনাদ্বয়কে তার শয়ন কক্ষ হতে বের করে দেয় এবং শিশু ভিকটিম মদিনাকে তার শয়ন কক্ষের মধ্যে রেখে দেয়। একপর্যায়ে আসামি তার শয়ন কক্ষের দরজা লাগিয়ে দিয়ে শিশু ভিকটিম মদিনা খাতুনের সাথে জোরপূর্বক ধস্তাধস্তি করে ধর্ষণের চেষ্টা করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের মা বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি শিশু ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ অক্টোবর বিকাল ০৫.৩৫ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি এবং র্যাব-১, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বহেরাচালা নতুন বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত শিশু ভিকটিমকে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ময়নালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ময়নাল (৪০), উল্লাপাড়া থানার মৈত্রপাড়া বড়হর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।