ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ বায়েজিদ বোস্তামির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তাঁর কবর জিয়ারত করা হয়েছে। কলেজের সদ্য নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে ১৩ ডিসেম্বর বাদ জুম্মা চকচন্ডি জামে মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি, ছাত্র প্রতিনিধিদের নিয়ে কবর জিয়ারত করেন এবং তাবারক বিতরণ করা হয়। পরে শহীদ বায়েজিদ বোস্তামির পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ও উপস্থিত ছাত্র প্রতিনিধিবৃন্দ। এ সময় সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মো. শামীম উল হাসান, শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল হাসান, ছাত্র প্রতিনিধি, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, মোঃ ফয়সল আহমেদ, নুর আলম হোসেন রাজ, মো. নুর আলম, শাহারিয়ার, রিজু আহমেদ, তুহিন হোসেনসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com