ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
লেখাপড়ার পাশাপাশি ভালো মানের প্রশিক্ষিত খেলোয়ার হওয়ার আহবান করেছে সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে মোটরসাইকেল প্রশিক্ষণ নিয়ে রাস্তায় বের হওয়ার আহবান করেন অন্যথায় বাবা-মার কোল খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদের বাড়ির পাশেই যমুনা নদী রয়েছে সেই নদীতে গোসলে করতে যাবে না। নদীতে কিন্তু অনেক ছেলেমেয়ে হয়েছে। এই নদীতে গোসল করতে গিয়ে জুয়েলের ছেলে শহিদ হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন তোমরা সব সময় চার পাশে খেয়াল রাখবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সর্বদা সজাগ থাকতে হবে। রাসেল ভাইপার সাপ এসে যেমন উত্তাপ ছড়িয়েছিল এর চেয়েও অহংকার সাপ সমাজে যেন উত্তাপ ছড়াতে না পারে এই বিষয়ে যুবসমাজকে সচেতন থাকতে বলেন।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি ছাতিয়ানতলী যুব সমাজের আয়োজনে ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান দবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের সেখ, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন উর রশীদ খান হাসান, জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর আলী, সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান মনিরসহ ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com