আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর চট্রগ্রামের (চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) আঞ্চলিক ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হেলাল উদ্দিনকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ১৫১ নম্বর রুমে সমিতির সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
এতে আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয় প্রার্থীদের নির্বাচনী বিধিমালা ও সমিতির সংবিধান বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ও ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ আলম বলেন, প্রত্যেকে বিভিন্ন মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে এক আমেজপূর্ন ইতিহাসের স্বাক্ষর রেখেছে। সমিতিতে সক্রিয় থেকে নিজের মেধা-মনন ও জ্ঞানের চর্চাকে এগিয়ে নিতে পারে সেটা প্রত্যাশা রাখি।
নির্বাচন অনুষ্ঠানে ভ্যাটেনারি অ্যান্ড এনিমেল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দীন, সমিতির জ্যেষ্ঠ সদস্য আইন বিভাগের শিক্ষার্থী শাদমান সাকিব নিলয়সহ জেলা সমিতির তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্রগ্রাম বিভাগ থেকে আসা চট্টগ্রাম ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৃহত্তর চট্রগ্রাম ছাত্র সমিতি’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রামের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com