রাবি ছাত্র মিশনের সভাপতি সাব্বির, সদস্য সচিব জসিম
আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র মিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জি. এ. সাব্বিরকে আহ্বায়ক ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়।
রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মাহমুদ মিলন এ কমিটি গঠন করেন।
এদিকে, তিন মাসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহবান করা হয়।
সংগঠন সম্পর্কে সদস্য সচিব জসিম রানা বলেন, বৈষম্যহীন ক্যাম্পাস তৈরী করে সকল প্রকার জুলুমের অবসান ঘটানোই ছাত্র মিশনের কাজ। আমরা নিরাপদ ও শিক্ষর্থীবান্ধব ক্যাম্পাস চাই, যেখানে সকল ধর্ম,বর্ণ,লিঙ্গ জাতিভেদে যার যার মতাদর্শ প্রচার করবে। এই ক্যাম্পাস হবে মুক্তচর্চার অন্যতম কেন্দ্র। যে যার ধর্ম স্বাধীনভাবে চর্চা করবে ও রাজনৈতিক মতাদর্শ স্বাধীনভাবে ছাত্রদের সামনে তুলে ধরবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com