আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্বিবদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করেন তারা। এসময় ব্লাড গ্রুপ টেস্ট করতে শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
আইন বিভাগের শিক্ষার্থী অনন্যা বলেন, " এই ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ টেস্ট করালাম, এমন প্রশংসনীয় উদ্যোগে আমাদের সমর্থন সবসময় আছে। ছাত্রদলের পক্ষথেকে গ্রহণ করা এই উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। সত্যিকার অর্থে ছাত্র সংগঠনগুলোর এমন কর্মকাণ্ডই করা উচিৎ বলে মনে করি।
ক্যাম্পেইনের উদ্যোক্তা রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান বলেন, " ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডে নিয়োজিত থাকা, চব্বিশের বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটারই ধারাবাহিকতায় রাবি ছাত্রদলের পক্ষথেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের উদ্যোগ গ্রহণ করি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছি। প্রায় শতাধিক শিক্ষার্থী আমাদের ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছেন, সকলের ব্লাডগ্রুপের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করবো।"
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com