রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এর ২০২৪-২৫ বছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সস্টিটিউটের শতাব্দী নন্দীকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী সুমিত হাসান রাব্বীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির মডারেটর রাদিয়া আওয়াল তৃষা, সাবেক সভাপতি মো: আশফাকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন মাহফুজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসাবে আছেন মো. নাদিম হোসেন, সনাতন রায় স্বপ্নিক, মোসাম্মাৎ রুবাইয়া জান্নাত বৃষ্টি ও প্রোসেনজিৎ কুমার পাইন।
এছাড়াও কমিটিতে যুগ্ম সম্পাদক অনুপ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান ইমন,সহ-সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, দপ্তর সম্পাদক মো. মামুন খান, অর্থ সম্পাদক পিয়া খানম, কর্মশালা বিষয়ক সম্পাদক মীম আক্তার মনিরা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আর রাফি সিরাজী অন্তর, বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সিয়াম, পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. নেসার উদ্দিন চৌধুরী, পাঠচক্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুকন্যা দাস কণা, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুনতাহানা মীম,তথ্য প্রযুক্তি ও প্রচার বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম
এসময় সংগঠনটির ডিবেট ডিরেক্টর হিসাবে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ও জাতীয় বিতার্কিক মামুনুজ্জামান স্নিগ্ধ।
নবনিযুক্ত সভাপতি শতাব্দি বলেন, ‘ সংগঠনের সভাপতি হিসেবে এই দায়িত্ব কেবল গোল্ডকে ঘিরেই নয় বরং প্রত্যেক সদস্যের জন্য যাতে সুফল বয়ে আনে সেই চেষ্টাও করতে চাই। বিতর্ক অঙ্গনে ক্লাবকে একটি সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যাওয়া এবং ভালো বিতার্কিক তৈরি করাই হবে এই মুহুর্তে মূল লক্ষ্য।’
এছাড়াও নতুন কমিটির হাত ধরে গোল্ড বাংলাদেশ দেশের বিতর্ক অঙ্গণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আশফাকুর রহমান।