রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের নতুন সভাপতি (সাময়িক) হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার-এর বিরুদ্ধে গত ২০ নভেম্বর বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জনই স্বাক্ষরিত পত্রে অনাস্থা, আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দেন। পরে তাকে বিভাগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হয়েছে এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
গতকাল ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
২০০২ সালে তিনি তাফসির আল বায়যাবীতে ব্যবহৃত আরবি কবিতা; প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ৩০ টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।