1. admin@dainiksangbadpatradigital.com : admin : HM Faruk
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
পরীক্ষামূলক সম্প্রচারঃ তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত।  বিশেষ সতর্কীকরণ - "দৈনিক সংবাদপত্র ডিজিটাল " পত্রিকায় প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। ★★দৈনিক সংবাদপত্র ডিজিটাল অনলাইন পত্রিকায় তরুণ ও প্রযুক্তিগত জ্ঞানী আগ্রহী সংবাদকর্মী নিয়োগ চলছে...★ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সম্মান /স্নাতক পাস। এক বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। বেতন / ভাতা আলোচনা সাপেক্ষ্য। ★★ সিভি ইমেইল করতে টার্চ করুন
শিরোনামঃ
কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে, শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে মানত শোধ করলেন – বাহাদুর পরিবার। তানোরে ভেঁকু দালালদের দৌরাত্ম্য জনজীবন অতিষ্ঠ   রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কমিটি গঠিত আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করে গেছে-হাসান মাহমুদ টুকু ভাঙ্গায় অজ্ঞাত মামলা ডাকাতি মূল রহস্য উদঘাটন সহ ৭ ডাকাত আটক ৪টি পিকআপ উদ্ধার কালিয়াকৈরে চাঁদাবাজির দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ জন নগরকান্দা বিট কমিউনিটি পুলিশিং আলোচনা সভায় অনুষ্ঠিত !

টপ প্রতিটি পাতা বিজ্ঞাপন

রাবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ

দৈনিক সংবাদপত্র ডিজিটাল ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ ৯বার পঠিত

 

রাবি প্রতিনিধি:
হাল্ট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৮ম বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ছাত্রদের নোবেল পুরস্কার খ্যাত হাল্ট প্রাইজ (২০২৪-২৫)। ৯ ডিসেম্বর রেজিষ্ট্রেশন শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডিরেক্টর প্রান্ত বড়ুয়া।

অন ক্যাম্পাস প্রোগ্রাম ধাপে বিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ৩-৫ জনের টিম হিসাবে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে টীম ফরমেশন, এবস্ট্রাকট সাবমিশন, এলোভেটর পীচ, ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

প্রতিবারের ন্যায় এবারো প্রতিযোগিতায় থাকবে ৪টি ধাপ। অন ক্যাম্পাস প্রোগ্রাম, রিজিওনাল সামিট, গ্লোবাল অ্যাকসিলারেটর এবং গ্লোবাল ফাইনাল।

এই বছর অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে সেরা ৩০ টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে ৬ টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। এই ৬ টি দলের মধ্যে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হবে সেরা ৩ দলের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।

অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি সুযোগ পাবে গ্লোবাল অ্যাকসিলারেটর অংশগ্রহণ করার। গ্লোবাল অ্যাকসিলারেটর এর সেরা ছয়টি দল সুযোগ পাবে গ্লোবাল ফাইনালে।

গ্লোবাল ফাইনাল এর চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তবায়নের জন্য পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার।

এবার হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ক্যারিয়ার কাউন্সিলিং ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) যৌথ উদ্যােগে আয়োজিত এ প্রোগ্রামে টাইটেল স্পন্সর হিসাবে আছেন VRC Study Abroad LTM এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে ইফাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস। পাশাপাশি মিডিয়া পার্টনার থাকছে আজকের পত্রিকা, স্ট্র্যাটেজি পার্টনার মেডিকো, ইংরেজি মিডিয়া পার্টনার বিজনেস স্ট্যান্ডার, বেভারেজ পার্টনার ম্যাক্স কোলা, ব্রডকাস্ট পার্টনার রেডিও কার্নিভালসহ অন্যান্য পার্টনার সংযুক্ত রয়েছে।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় অংগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর সুবিধার্থে তাদের জন্য বিশেষ ট্রেইনিং সেশনের আয়োজন করা হয়েছে। যেখানে ট্রেইনার হিসাবে থাকছেন পূর্ববর্তী হাল্ট প্রাইজ বিজয়ী সহ আরো বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার প্রমাণ রাখা বর্তমান ও প্রাক্তন প্রতিযোগীরা। এ ছাড়াও প্রতিযোগীদের জন্য থাকছে ৬টি বিশেষ ওয়ার্কশপ যেখানে অতিথি হিসাবে থাকবেন ক্ষেতনামা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্বনামধন্য উদ্যোক্তা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক ও ক্লাবটির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

আইন বিষয়ে সহায়তাঃ ০১৭০৩-৮৭১৭৫৭

এই ক্যাটাগরির আরও খবর

অগ্রীম ভর্তি চলছে…..

ফেসবুকে আমাদের পড়ুন ও শেয়ার করুন

error: Content is protected !!