রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. অহিদ জামান (রুদ্র) কে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শাখাওয়াত আলম মিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে জেলা সমিতির নবীনবরণ ও প্রবীনদের বিদায় অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুস সোবহান এবং ড. ইসমাইল হোসেন এ আংশিক কমিটি ঘোষণা করেন। এসময়
আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ করতেও বলা হয়।
কমিটিতে অন্য সদস্যের মধ্যে সহ-সভাপতি হয়েছেন সুমন হাসান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ আকন্দ ও সাকেরা আনজুম, সাংগঠনিক-সম্পাদক তাবাসসুম তাইবা রাফা, রেজউল করিম মামুন, এবং তাসফিয়া হক আরশি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমিতির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং সংগঠনটির সাবেক সভাপতি, সাধারণ-সম্পাদকসহ জেলার সমিতির সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com