আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
(রাবি) উপাচার্য নিয়োগের দেড় মাস পর নিয়োগ পেয়েছেন দুই উপ-উপাচার্য। এতে উপ-উপাচার্য ‘অ্যাকাডেমিক’ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মইন উদ্দিন উপ-উপাচার্য ‘প্রশাসন’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গতকাল (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন এবং অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-কে প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) পদে এবং অধ্যাপক ড. মোহাম্মদ মইন উদ্দিন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, কে প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
এর আগের প্রশাসনে এই দুই পদে দায়িত্ব পালন করেছিলেন ভূতত্ত্ব ও খনি-বিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম (প্রশাসন) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবীর। সরকার পদত্যাগের পর তারা দুজনেই গত ৮ আগস্ট পদত্যাগ করেন।