আসাদুল্লাহ গালিব, রাবি প্রতিনিধি:'উদ্ভাবনী মননে গড়ি স্বপ্নের বাস্তবতা' স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উদ্যোক্তা অ্যাসোসিয়েশন' (RUEA) যাত্রা শুরু করেছে।এতে ফার্মেসি বিভাগের (২০১৮-১৯) সেশনের আরিফুল ইসলাম কে সভাপতি এবং ম্যাটরিয়াল সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (২০২০-২১) সেশনের রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে কমিটি ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১২ অক্টোবর) উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম (কনক),ড. এ. কে. এম মাহামুদুল হক টুটুল,এবং ড. ফরিদ উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নকুন কমিটি ঘোষণা করা হয়।আন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহম্মদ নুরন্নবী রিমন,
আবু রাকেশ জয় এবং মাস্তুরা বিনতে মাহমুদা মোহনা।যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ , মামুনুর রশিদ ,নাদিম হোসেন।সাংগঠনিক সম্পাদক হাসিব জাওয়াদ।গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল্লা আহমেদ।প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব রায়হান।প্রচার সম্পাদক ফারহান উদ্দীন।অর্থ -সম্পাদক লাবু হোসেন। দপ্তর সম্পাদক সাজিদ বিন সাইফ।আইটি সম্পাদক আব্দুল মতিন সহ অন্যান্য সদস্যরা হলেন, নাইম আলম,মোকাররমা কাওসার , এবং
জায়িদ হাসান জোহা , সাব্বির আহমেদ,তালহা।
স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মনোনীত হয় সরোয়ার জাহান সজিব ( জি.ই.বি~২০১৬-১৭)
উল্লেখ্য যে, RUEA এর প্রধান লক্ষ্য হলো একটি উন্নত উদ্যোক্তা সংগঠন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণাগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের বেকারত্ব লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি সদস্যদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বিকাশে কাজ করবে, যেন তারা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী প্রকল্প ও প্রতিযোগিতা, পরামর্শ ও সহযোগিতা, ফান্ডিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সহযোগিতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com