হামিদুর রহমান –
রাজশাহীর তানোর উপজেলায় দুইদিন ধরে সূর্যের দেখা মিলছে না। পুরো এলাকা কুয়াশা আর মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এই আবহাওয়ার কারণে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে পুরো এলাকা। এর সঙ্গে মাঝেমধ্যে হালকা বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সূর্যের অনুপস্থিতিতে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। ফলে গরম পোশাক ছাড়া বাইরে থাকা যাচ্ছে না।
তানোর উপজেলার কৃষকরাও এই আবহাওয়ার কারণে দুশ্চিন্তায় রয়েছেন। কুয়াশা ও ঠান্ডা আবহাওয়া ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে সরিষা, আলু ও অন্যান্য শীতকালীন সবজির চাষে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছেন তারা।
তানোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এই পরিস্থিতি আরও দুই-তিন দিন থাকতে পারে। শীতের মৌসুমে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া স্বাভাবিক হলেও দীর্ঘসময় ধরে সূর্যের দেখা না পাওয়া একটি বিশেষ ঘটনা।
এদিকে, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি।