রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা
পরিষদ ভেঙ্গে নিরপেক্ষ নির্বাচনের দাবি
মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পরিষদের নিস্ক্রীয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ছি। এছাড়া বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামী হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন, ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই আমরা চাই অবিলম্বে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তবর্তীকালিন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে এসকল দাবিতে গত ১০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোঃ হুমায়ূন কবীর এর নিকট স্মারকলিপি প্রদান করেছি।
সংবাদ সম্মেলনে রাজশাহী দোকান মালিক সমিতি, বেকারী ব্যবসায়ী সমিতি, মাংস ব্যবসায়ী সামিত, স্বর্ণ ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com