রাজশাহী কলেজ শাখা গ্রীন ভয়েস সংগঠনের নতুন সদস্যদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
রাজশাহী কলেজ প্রতিনিধি:
যুবকরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার নতুন সদস্যদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রীন ভয়েজ রাজশাহী কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। গ্রীন ভয়েজ রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপধাক্ষ্য প্রফেসর ড. মো. ইব্রাহীম আলী ও গ্রীন ভয়েজের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর নগরবীদ ও সহ-সভাপতি, স্থপতি ইকবাল হাবিব।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্, রাজশাহী কলেজ গ্রীন ভয়েস শাখার উপদেষ্টা ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু. যহুর আলী বলেন, উন্নত বিশ্বের শিল্পায়নের জন্য জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার প্রভাবে বাংলাদেশ এখন ৮ থেকে ৯ মাস গরম থাকছে। জলবায়ু এই পরিবর্তন রোধে আমরা বেশি বেশি বৃক্ষ রোপন করবো। তিনি আরো বলেন, আশা করছি ভবিষ্যতে গ্রীন ভয়েস নিজেদের স্বার্থের কথা না ভেবে এভাবেই স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের কাজ পরিচালনা করে যাবে। তাদের কাজের মাধ্যমে সমাজে মানবতা বজায় থাকবে।
অনুষ্ঠানের এ পর্যায়ে, বিভিন্ন প্রকার গাছ হস্তান্তরের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়। সর্বোপরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com