আলিফ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ
রাজশাহী মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনকে সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব অর রশিদকে সম্পাদক, বাচ্চু রহমানকে সাংগঠনিক-১ ও শাহিন আক্তার শামসুজ্জোহাকে সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত করা হয়েছে।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর রবিবার মোহনপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার ডিএম জিয়াউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত, বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন, গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল,সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, তাজমুলতান টুটুল, সদর উদ্দিন, এ্যাড. তোফাজ্জুল হোসেন তপু,তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, রায়হানুল ইসলাম রায়হান, সাবেক মেয়র আলাউদ্দিন আলো ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন বকুলপ্রমুখ।