মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলায় হিমাগার থেকে ১ হাজার ৯৫৭ বস্তা আলু জব্দ করে খোলাবাজারে বিক্রি করা হয়েছে। রোববার সন্ধ্যায় পবার আমান ও রহমান কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে আলুগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান। অভিযানে পবা থানা পুলিশ সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলুর বাজারে কয়েকদফা মূল্য বৃদ্ধি নিয়ে চলমান অস্থিরতা ঠেকাতে সম্প্রতি পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মজুদ করা আলু ৩০ নভেম্বরের পর হিমাগারে রাখা যাবে না- এমন আদেশও দিয়েছে সরকার। কিন্তু পবার এ দুটি হিমাগার নির্ধারিত সময়ের পরও বিপুল পরিমাণ আলু মজুদ করে রেখেছিল।
তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আমান কোল্ড স্টোরেজে ৪৫২ বস্তা ও রহমান কোল্ড স্টোরেজে ১ হাজার ৫০৫ বস্তা আলু জব্দ করা হয়। পরে উপস্থিত ক্রেতাদের উপস্থিতিতে খোলা বাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি আলু ৩৯ টাকা দরে বিক্রি করা হয়। এই আলু ভোক্তাদের কাছে খুচরা বাজারে প্রতিকেজি ৪৫ টাকা দরে বিক্রি করা হবে।
উল্লেখ্য, শুধু রাজশাহী জেলাতেই ৪৩টি হিমাগার আছে। এতে সংরক্ষণ বা মজুদ করা যায় প্রায় ৮৫ লাখ বস্তা আলু। প্রতিবস্তায় আলু থাকে ৬৫ কেজি। এখনও অনেক হিমাগারে বিপুল পরিমাণ আলু মজুত করে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সব হিমাগার পরিদর্শনের কথা বলছে প্রশাসন।